বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

রকেটের মত উড়ে যাবে কোকাকোলা, স্প্রাইট এর বোতল!!!!!!! by sajol

আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অনেকেই হয়ত জানেননা ,আমিও জানতাম না। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।


উপর এ ছবিতে দেখতে পাচ্ছেন প্রথম টা mentos candy। সবাই এই candy টা খেয়েছেন। সাদা রঙের candy ,১ টা ২ টাকা দাম, চুষে খেলে গলায় ঠাণ্ডা ঠাণ্ডা লাগে। দ্বিতীয় টা কোকাকোলা পানীয় বোতল। কোকাকোলা আর mentos এই দুইটা জিনিস কি কখনো একসাথে খেয়েছেন?
অথবা স্প্রাইট এবং mentos একসাথে খেয়েছেন? সাবধান খাবেন না। না খেয়ে বরং একটা এক্সপেরিমেন্ট করেন।
৬-৭ টা mentos স্প্রাইট অথবা কোকাকোলা ভর্তি বোতলে (১ লিটার অথবা ২৫০ মিলি. ও নিতে পারেন) ঢুকিয়ে দিন, বোতলের মুখ কিন্তু লাগাবেন না, এরপর বোতল টা উল্টিয়ে (খোলা মুখ নিচের দিকে)মাটিতে রাখুন অথবা সোজা রাখেন।
দেখেন কি হয়

আপনার মোবাইল ভিজে গেলে একে বাঁচানোর কিছু কৌশল !!!!by sajol

বর্ষাকালে আপনার মোবাইল ভিজে যাওয়া কোন কঠিন ব্যাপার না। আপনি কি কখনও আপনার শখের মোবাইলটি ভুল বশত পানিতে ফেলে দিয়েছেন? অথবা এর চেয়েও খারাপ… টয়লেটে? গরমে অস্থির হয়ে পকেটে রেখেই বাথরুমে গোসল করতে শুরু করে দিয়েছেন? বা পকেটে রেখেই সাঁতার কেটেছেন? অথবা ভুল বশত মসজিদে অজুর স্থানে মোবাইলটি ফেলে দিয়েছেন? যেভাবেই মোবাইল ভিজুক না কেন, ভেজা মোবাইল মানেই আপনাকে টা পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি যদি দ্রুততার সাথে কিছু পদক্ষেপ নেন, হয়ত আপনার মোবাইল টি জানে বেঁচে জেতে পারে। নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন এবং আপনার মোবাইল ভিজে গেলে একে বাঁচানোর চেষ্টা করুন।
mobilephone-water
  • ১। মোবাইলটি যত দ্রুত সম্ভব পানি থেকে বের করে ফেলুন। মোবাইল এর প্লাস্টিক কভারটি মোটামুটি শক্ত হয়ে থাকে, কিন্তু এতে পানি ঢুকতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি হলে ২০ সেকেন্ড। মোবাইলটি তাড়াতাড়ি ধরে নিন। একে ভুলেও চালু করবেন না, কারণ এতে খুব সহজেই শর্টসার্কিট হতে পারে (যদি চালু থাকে, তবে তৎক্ষণাৎ বন্ধ করে দিন)। পানিতে গেলে এক শুকানো অপরিহার্য, কাজ করুক বা না করুক।
    যদি পানি থিকে বের করতে দেরি করে ফেলেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটারি খুলে ফেলুন। এতে মোবাইল এর মধ্যে সকল বিদ্যুৎ প্রবাহ বন্ধের নিশ্চয়তা দেওয়া যায়।
  • ২। মাথা ঠাণ্ডা রাখুন। আপনার ফোনটি যদি দ্রুত বেদ করে ফেলে, তবে হয়তবা তেমন ক্ষতি হয়নি। আর যদি দেরি হয়েও যায়, মনে হয় না যে আপনার মাথা গরম করে ফোনটিকে শুকাতে পারবেন। হাল ছেড়ে দেওয়ার আগে আরও অনেক কিছু করার আছে।
  • ৩। মোবাইলের ব্যাটারি খুলে ফেলুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের একটি। বিদ্যুৎ আর পানির মধ্যে কেমন বিক্রিয়া হচ্ছে সেটা না ভাবলেও চলবে, মদ্দা-কথা এরা দুজন কখনও এক সাথে থাকতে পারে না। মোবাইলের ভিতরে অনেক বিশেষ বিশেষ অংশ আপনি ক্ষতির হাত থিকে বাঁচাতে পারেন যদি আপনি এর শক্তির উৎস (ব্যাটারি) টিকে বিচ্ছিন্ন করে দেন।
  • ৪। সিম কার্ডটি খুলে ফেলুন। এতে অনেক প্রয়োজনীয় তথ্যাবলী থাকতে পারে। অনেকের কাছে ফোনটির চেয়ে সিম কার্ডের ওই তথ্য গুলোর মূল্যই বেশি। যদিও সিম কার্ড খুব সহজে নষ্ট হয় না, তবে ফোনটি বাঁচাতে পরবর্তী কয়েকটি ধাপ হয়ত সিমের জন্যে সহায়ক হবে না। খুলে শুকনো করে এক পাশে রেখে দিন, যতক্ষণ আপনার ফোন ব্যবহার উপযোগী না হয়।
  • ৫। মোবাইলে ব্যবহৃত অন্যান্য জিনিস গুলোও আলাদা করে দিন। যেমন: কভার, হোল্ডিং ইত্যাদি।
  • ৬। মোবাইল ফোনটি ভালভাবে শুকান। এক ফোঁটা পানিও মারাত্মক হতে পারে ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করে। তাই আপনাকে অবশ্যই দ্রুত এবং সতর্কতার সাথে শেষ বিন্দু পরিমাণ পানিও মুছে ফেলতে হবে।
দ্রষ্টব্য: হালকা ভাবে মোবাইল টি মুছবেন। অতিরিক্ত ঝাঁকালে অভ্যন্তরীণ বিভিন্ন অংশে পানি ঢুকে যেখান এখনও পর্যন্ত পানি প্রবেশ করেনি। এক্ষেত্রে, হিতে বিপরীত হয়ে যাবে। টিস্যু পেপার বা সুতির কাপড় ব্যবহার করুন। হালকা ভাবে প্রতিটি কোণা মুছে ফেলুন। ফোনের যেসব অংশে ছিদ্র বা গর্তের মত আছে (যেমন: কী-প্যাড), সেখানে টিস্যুর শুকনো অংশই ব্যবহার করুন। কারণ, ভাজ অংশের পানি ভিতরে চলে জাতে পারে। ব্যাটারি খুলে অভ্যন্তরীণ অংশ মুছতে ভুলবেন না যেন।

ফেসবুক ফ্রেন্ডদের হাইড করা ইমেইল আইডি বের করে নিন!!!!!!!by sajol

Computer-Thief
ফেসবুকের নীতিমালায় একটা কথা আছে, আপনাকে ফেসবুক ব্যবহার করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৩ বছর হতে হবে। কিন্তু আজ আমি আপনাকে দিয়ে আপনার ফ্রেন্ডদের হাইড করা ইমেইল আইডি বের করিয়ে দেখাব তার জন্য আপনার বয়স ১২ হলেও আপত্তি নেই। তবে একটা কথা এটা কেবল শিখার জন্য।
আচ্ছা, হাইড করা ইমেইল আইডি দিয়ে আপনি কি করবেন? এখন আবার ভাববেন না উদ্দেশ্যহীন কিছু আপনাদের শিখাচ্ছি। তাহলে দেখুন কি করা যায়-
প্রথম কথা হল ইমেইল আইডি দিয়ে সার্চ করে সহজে আপনার ফ্রেন্ডকে খুঁজে পেতে পারেন। হঠাৎ দেখলেন আপনার কিছু ফ্রেন্ড হাওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন না আপনি BLOCK খাইছেন না আপনার ফ্রেন্ড তার আইডি DEACTIVATE করে রাখছে, তখন ইমেইল আইডি দিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করে বিষয়টা বুঝতে পারবেন। আরও দুই একটি কাজ করা যায় সেগুলো আর বলছি না। যেদিন সাহস হবে সেদিন সিনিয়রদের অনুমতি নিয়ে আপনার প্রিয় “পিসি হেল্পলাইন বিডি”-তেই পোস্ট করব।
এবার দেখে নিন কাজটা যেভাবে করবেন-
প্রথমে Yahoo তে একটা অ্যাকাউন্ট করে নিন।
তারপর Log In করে Mail – এ যান। নিচের ছবি দেখুন-
যেখানে CONTACTS লিখা সেখানে ক্লিক করুন-
Image 2
তারপর IMPORT CONTACTS – এ ক্লিক করুন-
Image 3
এবার যেখানে Facebook-এর Logo দেখছেন সেখানে ক্লিক করুন। তারপর Facebook এ Log in করুন নিম্নের মত।
Image 6
ব্যস, কাজ শেষ। এবার সব ইমেইল লোড নিবে, নিচের ছবির মত যেখানে DONE লিখা আছে সেখানে ক্লিক করুন।
Image 7
এবার বাম পাশে দেখুন আপনার সব ফ্রেন্ডদের ইমেইল আইডি-
Image 8
আজ এই পর্যন্ত। আমি আবারও বলছি এটা কেবল শিখার জন্য, কেউ উপরিউক্ত আইডিয়া খারাপ কাজে ব্যবহার করতে চাইলে নিজ দায়িত্তে করবেন। ধন্যবাদ সবাইকে।