শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

আলু দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা খুব সহজ by sajol

আলু দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন এটা কখন চিন্তা করেছে । কিন্তু এখন এটা সম্ভব…..
তৈরী করতে যা লাগবে :
 আলু (প্রতি আলুতে 1ভোল্ট DC পাওয়া যায় )
 তামার পাত
 লোহার পেরেক
 কিছু তার
কি ভাবে কাজ করবেন :
 ১ম এ সকল উপকরন সংগ্রহ করুন।
 এবার নিচের চিত্রের ন্যায় সংযোগ দিন।
 তামার পাত এখানে (+) পজেটিভ টার্মিনাল আর লোহা / দস্তার পাত এখানে (-) মাইনাস টার্মিনাল।
যখন প্রথম আলু থেকে দ্বিতীয় আলুতে জয়েন্ট দিতে হবে তখন একটির (+ ) আর অন্যটির( – ) পয়েন্ট জয়েন্ট দিতে হবে আর এই ভাবে আলুর পরিমান বাড়িয়ে ভোল্ট আরও বাড়ানো যাবে।(উদাহরন : আগে লাইটের ভিতর যেভাবে ১.৫ ভোল্ট এর ব্যাটারী প্রবেশ করানো হত)
 এবার যে লাইন ২টি বেড় হল তা লোড(এলইডি বাতি, ঘড়ি) সাথে যুক্ত করুন।

কোন ধরনের সফটওয়ার ছাড়াই কারা কারা আপনার ফেইসবুক প্রোফাইল ভিউ করেছে তাদেরকে দেখে ফেলুন।

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।নিশ্চই সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে জানতেও পারেন।শুধু যারা জানেনা তাদের জন্য এই টিপস।আমাদের দৈনন্দিন জীবনে ফেইসবুক একটি আপরিহার্য হয়ে পড়েছে।আমরা হয়তো জানি অনেকে নিজেরে ফেইসবুক চেলিব্রেটি মনে করে কিন্তু তারা ও চুপি চুপি অন্যর প্রোফাইেল ভিউ করে।তাদেরকে ধরতে পারেন এই সিস্টেমে তাছাড়া অনেক মেয়েও যে আপনার প্রোফাইল ভিউ করে তাও ধরে ফেলতে পারবেন।কয়েকটি ধাপে কাজটি করবেন:
১| প্রথমে আপনার ফেইসবুক প্রোফাইলে জান।
২| তারপর ctrl+u বাটনে চাপ দিন দেখবেন একটা নতুন ফেইজ খুলে গেছে।
৩| তারপর আপনি নতুন খোলা উইন্ড/ফেইজটির যে কোন স্থানে মাউস রেখে ক্লিক করুন।
৪| তারপর ctrl+f বাটনে চাপ দিন দেখেবেন একটি সার্চ বক্সের মত খুলে গেছে পেইজটির এক কোনায়।
৫| তারপর আপনি ঐ সার্চ বক্সে লিখুন এই লেখাটি ordered_list.top_friends
৬|এবার আপনি ইন্টার বাটনে ক্লিক করুন এবং দেখুন লেখাটি কোথায় দেখাচ্ছে নতুন উন্ডটির/পেইজের।
৭|যে জায়গায় ordered_list.top_friends এই লেখাটি কালার করে দেখাচ্ছে তার একটু বাম পাশে গিয়ে নিছের দিকে দেখুন অনেক গুলো নাম দেখাবে।এই নাম গুলোর ফেইসবুক ইউজাররাই আপনার প্রোফাইল ভিউ করেছে।এই নাম গুলু একটি একটি কপি করে ফেইসবুক সার্চ বক্সে পেস্ট করে করুন এবং দেখুন যেই লোকটি আপনার প্রোফাইল ভিউ করেছে তাকে দেখুন।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

জেনে নিন ওয়াই ফাই কাজ করে কিভাবে by sajol

ওয়াইফাই ব্যবহার করা স্বত্বেও ওয়াইফাই কিভাবে কাজ করে সেটা না জানাটা মোটেও অস্বাভাবিক কিছু না। কারণে-অকারণে বা যেভাবেই হোক কোন না কোন ভাবে আপনার মনে প্রশ্ন জেগেছে যে ওয়াইফাই কিভাবে কাজ করে, যার কারণে আপনি এই পেইজে আছেন। এই পোস্টে ওয়াই-ফাই কিভাবে কাজ করে তা সহজ-সাবলীলভাবে সংক্ষিপ্তাকারে তুলে ধরা হবে।

ওয়াইফাই যেভাবে কাজ করে:

ওয়াইফাই কাজ করে অনেকটাই আপনার হাতের কাছে থাকা মোবাইল ফোনটার মত। এগুলোর কোনটার গায়েই কোন তার বা কোন কিছু লাগানো থাকেনা অথচ অনায়াসে অত্যন্ত দ্রুততার সাথে ডাটা বা তথ্য আদান-প্রদান করছে। সত্যিই বিস্ময়কর ব্যাপারটা। ওয়াইফাই তথ্য আদান-প্রদানের জন্যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিও তরঙ্গ ব্যবহার করে। যখন আপনি ওয়াইফাই সুবিধাসহ কোন মোবাইল, ল্যাপটপ বা অন্য কোন ডিভাইস নিয়ে কোন ওয়াইফাই হটস্পট এ থাকবেন তখন কানেকশন-ভেদে ফ্রিতেই বা প্রয়োজনীয় পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট এ ঢুকতে পারবেন।
ওয়াই ফাই
আপনি যখন ওয়াইফাই চালু করে কোন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন তখন সেই ওয়াইফাই হটস্পট যে ডিভাইসগুলোর মাধ্যমে তৈরি করা সেগুলোর মাধ্যমেই ডাটা আসবে। একটু বিস্তারিত বললে হয়তো বোঝার সুবিধা হবে। ধরুন আপনার কাছে একটি ওয়াইফাই সুবিধা সহ মোবাইল ফোন রয়েছে এবং আপনি কোন ওয়াইফাই হটস্পট এর মধ্যে আছেন, প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার পর যখন আপনি কোন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন তখন ওয়াইফাই রাউটার চলমান ইন্টারনেট কানেকশন থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এর এন্টেনার সাহায্যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিও তরঙ্গের আকারে আপনার তথ্য পাঠিয়ে দিচ্ছে এবং ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা অবস্থায় আপনার মোবাইল সেই রেডিও তরঙ্গকে সংগ্রহ করে সেটাকে আপনার দেখার উপযোগী করে আপনার মোবাইলে দিয়ে দিচ্ছে। ল্যাপটপ, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই রকম।আর এই কাজগুলো হয়ে যাচ্ছে অত্যন্ত দ্রুততার সাথে, আপনার চোখের পলক ফেলার আগেই।
ওয়াইফাই রেডিও তরঙ্গের সাথে মোবাইল ফোনের জন্যে ব্যবহৃত তরঙ্গের একটা প্রধান পার্থক্য আছে। ওয়াইফাই তরঙ্গের কম্পাঙ্ক মোবাইল এর জন্যে ব্যবহৃত রেডিও তরঙ্গের কম্পাঙ্কের তুলনায় অনেক বেশি। ওয়াইফাইয়ের জন্যে ব্যবহৃত রেডিও তরঙ্গের কম্পাঙ্ক ২.৪-৫ গিগাহার্টয, অন্যদিকে মোবাইলের জন্যে ব্যবহৃত রেডিও তরঙ্গের কম্পাঙ্ক মাত্র ৮০০-১৯০০ মেগাহার্টজ, অর্থাৎ তা ওয়াইফাইয়ের রেডিও তরঙ্গের চেয়েও অনেক কম কম্পাঙ্কের।

ওয়াইফাই হটস্পট কি?

উপরের আলোচনায় বেশ কয়েকবার ওয়াইফাই হটস্পট শব্দটি উল্লেখ করা হয়েছে, এটা অনেকের কাছেই জানা থাকতে পারে আবার অজানাও থাকতে পারে। যাইহোক সংক্ষেপে তুলে ধরছি ওয়াইফাই হটস্পট কি।
কোন ওয়াইফাই কানেকশনের হটস্পট বলতে বোঝায় ঐ কানেকশনটি কতটুকু জায়গা জুড়ে আছে। উদাহরণ হিসেবে মোবাইলটিকে ধরা যাক, আপনি যদি নেটওয়ার্ক পাওয়া যায় এমন কোথাও থাকেন তাহলে আপনি সহজেই ফোনকল করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন। কিন্তু আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে নেটওয়ার্ক নেই তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এখানে মোবাইলের জন্যে ব্যবহৃত নেটওয়ার্ক কে ওয়াইফাই হটস্পট এর সাথে তুলনা করা যায়। কোন ওয়াইফাই রাউটারের মাধ্যমে প্রেরিত রেডিও তরঙ্গ যতটুকু জায়গা জুড়ে বিস্তৃত ততটুকু জায়গার মধ্যে থাকলে আপনি ওই কানেকশন ব্যবহার করতে পারবেন। এই বিস্তৃতি কেই হটস্পট বলা হয়।
শেষ করা যাক একটা কার্টুন দিয়ে
ওয়াইফাই
আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু সহজভাবে আমি বলতে পারি সেভাবেই। তাও কারো যদি কোন প্রশ্ন থেকে থাকে নিঃসন্দেহে কমেন্টে জানাতে ভুলবেন না।

আপনি কি জানেন?আপনার চিন্তাশক্তি বাড়াতে পারে সাধারণ একটি চুইংগাম !!! by sajol

চুইংগাম কি সত্যি সত্যিই মানুষের চিন্তাশক্তি ও সতর্কতা বাড়ায়? বিজ্ঞাপনে এ রকম প্রচার দীর্ঘদিন ধরেইচলছে। আমরা তা উড়িয়ে দিলেও এ ব্যাপারে প্রথমবারের মতো বৈজ্ঞানিক প্রমাণ মিলেছে। ‘ব্রেইন অ্যান্ড কগনিশন’ সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, চুইংগামমানুষের প্রতিক্রিয়া ১০ শতাংশ পর্যন্ত বাড়ায় এবং মস্তিষ্কের আটটি ভিন্ন স্থানে প্রভাব ফেলে।মস্তিষ্কে রক্ত সরবরাহ …
chuingum
বৃদ্ধির মাধ্যমে চুইংগাম মানুষকে চনমনে করে তোলে বলেধারণা প্রচলিত রয়েছে। গবেষকেরা একদল স্বেচ্ছাসেবীর ওপর চুইংগামখাওয়া অবস্থায় এবং না খাওয়াঅবস্থায় পরীক্ষা চালান। মনোযোগে বিঘ্ন এড়াতে তাঁদের স্বাদবিহীন চুইংগামদেওয়া হয়। এ সময় তাঁদের মস্তিষ্কের চৌম্বকীয় অনুরণনের ছবি তোলা (স্ক্যান) হয়। ৩০ মিনিটব্যাপী ওই পরীক্ষায় তাঁদের সামনে একটি পর্দায় জটিল একাধিক সমস্যার সমাধান জানতে চাওয়া হয়। এ সময় তাঁদের সতর্কতা ও প্রতিক্রিয়ার মাত্রা পরিমাপ করে দেখা যায়, চুইংগাম চিবানোর সময় তাঁদের মস্তিষ্কের সতর্কতাও প্রতিক্রিয়া বেড়ে গিয়েছিল।
চুইংগাম মুখে না থাকা অবস্থায় স্বেচ্ছাসেবীদের ­ মধ্যে প্রতিক্রিয়া ঘটতে ৫৪৫ মিলিসেকেন্ড সময় লেগেছে। অপরদিকে চুইংগাম মুখে থাকা অবস্থায় তাঁদের প্রতিক্রিয়া হয় ৪৯৩ মিলিসেকেন্ডে।জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব রেডিওলজিক্যাল সায়েন্সেসের গবেষকেরা জানান, চুইংগাম মানুষের উপলব্ধির প্রকাশ ত্বরান্বিত করে।

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

গ্রামীনফোনের secret !!!!!!!!!! by sajol

জেনে নিন গ্রামীনফনের কিছু অজানা অফার

১। গ্রামীনফোনে 2.88 Takay 7 Mb

7MB
পেতে হলে আপনাকে যা করতে হবে :

১. ডায়াল করুন *৫০০*৮০#
২. মেয়াদ থাকবে ৫ দিন।

২। 3 টাকায় 3 sms +3mms +10mb

যত খুশী ততবার নিয়ে নিন।
মেসেজে গিয়ে লিখুন GIFTA2259E
আর
পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে। 100%
পেয়ে যাবেন। পাওয়ার পর
কমেন্ট মাস্ট।

৩। জিপি তে ৫ টাকায় ১৫MB

প্রথমে P1 একটিভ করুন ।
তারপর T567321 লিখে
৯৯৯৯ এ SMS দেন ।
তাহলে আপনি ৫ টাকায়
15MB পাবেন যার মেয়াদ ১৫ দিন ।

৪।জিপি তে ২টাকায় ২০sms+২০mms+২০voice sms
১.টাইপ start a এবং পাথিয়ে দিন ৯৯৯৯ তে

মেয়াদ ১ দিন
sms *৫৬৬*২#,mms *৫৬৬*১৪#,Vsms *৫৬৬*১৩#

৫। ৫ টাকায় ১০০ sms

ডায়াল করুন *১১১*১০*৬#  অথবা  start sms লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে।

মেয়াদ ২ দিন

চরম ও সেরা কিছু সফটওয়ারের ডাইরেক্ট ডাউনলোডলিংক সহ বিস্তারিত!!!!! by sajol

সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।নিশ্চই সবাই ভালো আছেন।যাই হোক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কয়েকটি দারুন উইন্ডজ এর সফটওয়ার নিয়ে।আমার মনে হয় এই সফটওয়ার গুলো আপনাদের ভালো লাগতে পারে।
১|কার্টুন বানানোর সফটওয়ার কার্টুন মেকার: এই সফটওয়ারটি দিয়ে আপনি কার্টুন মুভি বানাতে পারবেন।সফটওয়ারটি সয়ংক্রিয় হয়ে আপনাকে কার্টুন বানিয়ে দিবে কিন্তু আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা ও কার্টুন চরিএ গুলো কি বলবে তা নির্ধারন করে দিতে হবে।আর এটার জন্য আপনাকে সি ল্যাংগুয়েজ হালকা পাতলা জানতে হবে নতুবা আপনি কমান্ড গুলো বুঝবেননা।আমি প্রথমে মনে করেছি এমনিতে হবে পরে দেখি হালকা পাতলা সি ল্যাংগুয়েজ ব্যাবহার করতে হবে।আমি প্রথমিক ভাবে ১৫-২০ সেকেন্ডের একটা ক্লিপ বানিয়েছি যাতে দুটি চরিএ একজন আরেকজনকে নাম সহ কেমন আছে এগুলো প্রশ্ন করে ও উওর দেয়।
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে ডাউনলোড
২|সালাত(নামজ) এর টাউম এলার্ম: এই সফটওয়ারটি দিয়ে আপনি যদি নামাজের ওয়াক্ত ভুলে যান তাহলে আপনাকে এলার্ম দিবে।
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে  ডাউনলোড
৩|ভিডিও টু জিফ কনভার্টার : এই সফটওয়ার দিয়ে আপনি ভিডিও ফরমেট থেকে জিফ ফরমেটে কোন ভাইলকে স্থানান্তর করতে পারবেন।আর এই সফটওয়ারটি যে যে ফরমেটে আপনাকে সুবিধা দিবে তা হলো
AVI (DivX/XviD)to GIF
WMV টু GIF
MPEG টু GIF
FLV টু GIF
MOV টু GIF
MP4 টু GIF
3GP টু GIF
VOB টু GIF
MKV টু GIF
RMVB টু GIF
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে  ডাউনলোড
৪|ফ্রি রিংটোন মেকার সফটওয়ার: এই সফটওয়ার দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মত নিজের মোবাইলের জন্য রিংটোন বানাতে পারবেন।তখন আপনার বানানো রিংটোনই আপনার মোবাইলে বাজবে।তাছাড়া আপনি যে কোন গানকে রিংটোনে পরিনত করতে পারবেন।
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে  ডাউনলোড
৫|ওয়াই ফাই গার্ড সফটওয়ার: এই সফটওয়ারটি দিয়ে আপনি আপনার ওয়াইফাই কানেকশনকে নিরাপদে রাখার জন্য কাজে দিবে।এটি আপনি আপনার ওয়াইফাইর নিশ্চয়তার জন্য রেখে দিতে পারেন।
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে ডাউনলোড
অবশেষে বলবো সবাই ভালো থাকেন।

EX Theme!!!!! by sajol

সবাই কে আমার সালাম ও শুভেচ্ছা। সবাই নিশ্চই অনেক ভাল আছেন? আমিও মোটামুটি আপনাদের দোয়ায় ভালই আছি। আমি সব সময়ই চেষ্ঠা করি আপনাদের ভিন্ন কিছু উপহার দেয়ার, এবার ও থাকছে তেমনি ব্যতিক্রম কিছু। এন্ড্রোয়েড ফোনকে সাজাতে আজকে আপনাদের জন্য আনলাম  iMac Go Launcher EX Theme । যা আপনার এন্ড্রোয়েড ফোনকে দিবে নতুন রুপ । আগে হয়তবা অনেক লানচ্ছার ব্যবহার করেছেন । আর এর ফলে আপনার ফোনের গতি কমে গেছে । অসুবিধা নাই এই লানচ্ছার টা ব্যবহার করে দেখতে পারেন । আশাকরি কোন প্রকার অসুবিধা হবে না । প্রায় সব এন্ড্রোয়েড ফোনেই এটা চলবে । তাহলে আর দেরি না করে এখনই সংগ্রহ করুন ।

unnamed unnamed2 unnamed22

~~~~~Tech Information~~~~~


  • নাম:- iMac Go Launcher EX Theme
  • ভার্সন : ১.০
  • অ্যান্ড্রোয়েড : ২.০+ আপ
  • সাইজ : মেগাবাইট
  • মূল্য: ফ্রি

~~~~~Download Links~~~~~

 sajol 

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও শিকার হলেন হ্যাকিং এর !!! by sajol

এবার হ্যাকিং থেকে রক্ষা পেলেন না সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও এর সিইও মার্ক জুকারবার্গও। কিছুদিন আগে প্যালেস্টাইনের সিকিউরিটি রিসার্চার খলিল নামের একজন জুকারবার্গের ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন বলে জানা গেছে। যদিও হ্যাকার তার অপরাধ স্বীকার করেননি।তবে খলিলের কাছ থেকে হ্যাকিং সম্পর্কিত কোন ত্যথ পাওয়া যায়নি।
facebook hackফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও শিকার হলেন হ্যাকিং এর
ফেসবুক টিমই তা খতিয়ে বের করেছে। আর ফেসবুক টিমই এ সংক্রান্ত একটি বার্তা খলিলকে দিয়েছে।আর এ কারণে ইতোমধ্যে হ্যাকার খলিলের ফেসবুক আইডি ফেসবুক কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছে বলে জানিয়েছেন ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ার ওলা ওকেলা।
খোঁজ নিয়ে জানা গেছে খলিলেল এই অ্যাকাউন্টটি একটি ডামি একাউন্ট। এটা ছাড়াও তার তার আরো একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবাগের বন্ধু সারাহ গুডউইন বলেছেন কয়েকদিন আগে তার ফেসবুক প্রোফাইলে কে যেন একটি ছবি পোস্ট করেছেন। যদিও ঐ ব্যক্তিটি তার ফেসবুক ফ্রেন্ড ছিলেন না।তবে এ প্রসঙ্গে মার্ক জুকারবার্গের কোন মন্তব্য পাওয়া যায়নি।তবে খলিল নাকি মার্ককে এ বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তার আগেই ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি ব্লক করে দেয়।

আসছে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এর নতুন ওয়েবসাইট !!! by sajol

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ তার নতুন সাইটের আনুষ্ঠানিক ঘোষনা করেছেন। এ সাইটের লক্ষ্য আরও ৫০০ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা। এ মুহূর্তে বিশ্বের ২৭০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এ হার বছরে ৯ ভাগ হারে বাড়ছে। ইন্টারনেট.অর্গ সাইটের মতে এ প্রবৃদ্ধির গতি অনেকটাই ধীর গতিসম্পন্ন।

                                                                 নতুন সাইট – internet.org

এ সাইটের প্রাথমিক সদস্য হচ্ছে ফেসবুক, এরিকসন, মিডিয়া টেক, নকিয়া, অপেরা, কোয়ালকম এবং স্যাম‍সাং। একসঙ্গে বিভিন্ন প্রোজেক্টের মাধ্যমে নলেজ শেয়ার, বিভিন্ন কোম্পানি ও সরকারকে একজোট করে বহুমুখী উদ্যোগের মাধ্যমে বিশ্বের বাকি দুই তৃতীয়াংশের মধ্যে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করাই এ কোম্পানিগুলোর মুল লক্ষ্য। এর মধ্যে ধীরে ধীরে বিভিন্ন এনজিও, টেকনোলজি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা হবে।
প্রসঙ্গত, ইন্টারনেটকে সাশ্রয়ী করা, স্বল্প ডাটা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি, নতুন ও সময়োপযোগী ব্যবসায়িক মডেলের মাধ্যমে নতুন দেশে ইন্টারনেট নিয়ে আসা, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের বিকাশকে আরও সাধ্যের মধ্যে আনাই হচ্ছে এ যৌথ উদ্যোগের সাতটি প্রাথমিক লক্ষ্য।
এ প্রসঙ্গে এরিকসন সিইও হান্স ভেটসবারগ বলেন, বিগত ১০০ বছর ধরে আমরা কমিউনিকেশন্স নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। আগামী ২০১৮ সালের মধ্যে বিশ্বের ৬০০ কোটির মানুষের হাতে স্মার্টফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়াই আমাদের নেটওয়ার্ক সোসাইটির প্রধ‍ান লক্ষ্য। তাই ইন্টারনেট.অর্গ সাইট নিয়ে আমরা দারুণ আশাবাদি।

স্মার্টফোন কেনার আগে কিছু তথ্য অবশ্যই বুঝে নিন !!!!by sajol

স্মার্টফোন এখন হালের ফ্যাশন। সবাই ঝুঁকে পড়ছে নতুন এই প্রযুক্তির প্রতি। প্রতিদিন নতুন অনেক স্মার্টফোন বাজারে আসছে। এই স্মার্টফোন কেনার আগে একটু সতর্ক হয়ে দেখে নিতে হবে পছন্দের ফোনটি। মোবাইল গবেষকদের পরামর্শ মতে একটু দেখে-শুনেই স্মার্টফোন কেনা উচিৎ। না হলে হতেও মডেলটি পছন্দ কিন্তু তার ভেতরের অনেক কিছুই পছন্দ হলনা। আর যদি দেখে শুনেই নেয়া হয় তাহলে কোন সংশয় থাকবেনা।

স্মার্টফোনের বৃহৎ অংশ দখল করে আছে স্যামসাং, আইফোন, সনি ও এইচটিসি। এর পাশাপাশি আরও কিছু ফোন আছে যেগুলো অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারে আছে দামি ফোনগুলোর সাথেই পাওয়া যাচ্ছে ওয়াল্টন, সিম্ফনি, হুয়াই, মাইক্রোম্যাক্সসহ আরও কয়েকটি ফোন।
যে ফোনটাই কিনুন না কেন তার আগে দেখে নিন তার প্রসেসর গতি, র‍্যামেরক্ষমতা, ইন্টারনাল স্টোরেজ, পর্দার মান ও বিক্রয়ত্তর সেবার সময়।
বাজারে এখন সর্বোচ্চ মানের যে ফোন পাওয়া যাচ্ছে সেটিতে থাকছে থ্রিজি-ফোরজি সমর্থক নেটওয়ার্ক, অভঙ্গুর ও দাগ নিরোধক গ্লাস, ১৩মেগা পিক্সেল ক্যামেরা, সামনে থাকছে ৫মেগাপিক্সেল, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজসহ আরও অনেক সুবিধা।