বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩

অ্যান্ড্রয়েডের অটো ডেটা কনজ্যুমিং বন্ধ করার উপায়!

দিন দিন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে । আর নতুন ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে সময়ও লাগে । অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একটি প্রধান ও প্রাথমিক সমস্যা হচ্ছে কোন কারণ ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে ব্যালেন্স কমে যায় ।
অর্থাৎ কোন প্রকার সার্ভিস ব্যবহার না করলেও এ্যাকাউন্ট ব্যালেন্স হ্রাস পায়। এর কারণটি হচ্ছে গুগল প্লে নামক অ্যাপটি যখন চালু থাকে ।
অর্থাৎ আমরা যখন প্রথমবার অ্যান্ড্রয়েড ফোনটি চালু করলেই গুগলের একটি এ্যাকাউন্টের অধীনে লগ-ইন করতে হয়। আর এই লগ-ইন করার ফলে গুগল-প্লে স্বয়ংক্রিয়ভাবে সেটি নিয়ে নেয় । যাদের ইন্টারনেট অ্যাক্টিভ থাকে, তাদের ক্ষেত্রে ইন্টারনেট ডেটা কনজ্যুম হতে থাকে । আর যদি কেউ ডেটা প্ল্যান নিয়ে থাকে, তবে সেক্ষেত্রে ব্যবহারকারীর মেইন ব্যালেন্স থেকে টাকা কাটা হয়। আর এই সমস্যার সমাধান নিম্নবর্ণিত:-
  • ১. প্রথমে, সেটিংস্-এ গিয়ে অ্যাকাউন্ট এন্ড সিঙ্ক্রোনাইজেশন-এ প্রবেশ করুন,
  • ২. ব্যাকগ্রাউন্ড ডেটা অংশের টিক চিহ্নটি উঠিয়ে দিন,
  • ৩. এরপর অটো সিঙ্ক্রোনাইজেশন অংশের টিক চিহ্নটি উঠিয়ে দিন,
  • ৪. এবার হোমস্ক্রিন-এ গিয়ে লং প্রেস করুন,
  • ৫. পপ-আপ উইন্ডো থেকে ‘ডেটা কানেকশন’ উইগেটটি সিলেক্ট করুন,
  • ৬. ‘ডেটা কানেকশন’ উইগেটটি থেকে আপ-ডাউন অ্যারোটিতে প্রেস করে ডেটা সার্ভিস বন্ধ করুন । ইন্টারনেট চালানোর সময় আবার এই অপশনটিতে প্রেস করলেই ইন্টারনেট পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে ।

সেপ্টেমবর মাসে বাংলালিংক দিচ্ছে ২০ MB একদম ফ্রীতে!! by sajol

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাবে অনেকেই এই ফ্রী অফার সম্পর্কে জেনে গেছেন। তাই যারা এই অফারটি সম্পর্কে এখনো কিছুই জানেন না তাদের জন্যই লিখতে বসলাম। যারা জানেন না তারা বঞ্চিত থাকবেন কেন?  :roll:
তো প্রথমেই বলে নিই, এটা সম্পূর্ন ফ্রী। আপনাকে একটা নাম্বারে মেসেজ পাঠাতে হবে যার জন্য কোনো চার্জ কাটবে না।
আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে Y লিখে 2500 নাম্বারে মেসেজ করুন। কিছুক্ষনের মধ্যেই একটা ফিরতি মেসেজ আসবে যেটাতে লেখা থাকবে
“Congrats! You have successfully subscribed to September Internet Bonus Campaign. You will get an SMS notification from September Bonus as bonus comes in 24 hours.”
অর্থাত্‍, আপনি বাংলালিংকের September Internet Bonus Campaign এ subscribe করেছেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে বোনাস ২০ mb সহ একটি notification মেসেজ পাঠানো হবে। সেখানে ২০ mb ডাটার expiration date দেওয়া থাকবে।
এখানে ২৪ ঘন্টার কথা বলা হলেও সাধারনত ২-১ ঘন্টার মধ্যেই বোনাস পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে দেরি হতে পারে।
সেপ্টেমবর মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে।
আমার লেখার কোনো জায়গায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন, সমাধান দেওয়ার চেষ্টা করব।

my >>>>>>>01934809223