বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

স্মার্টফোন কেনার আগে কিছু তথ্য অবশ্যই বুঝে নিন !!!!by sajol

স্মার্টফোন এখন হালের ফ্যাশন। সবাই ঝুঁকে পড়ছে নতুন এই প্রযুক্তির প্রতি। প্রতিদিন নতুন অনেক স্মার্টফোন বাজারে আসছে। এই স্মার্টফোন কেনার আগে একটু সতর্ক হয়ে দেখে নিতে হবে পছন্দের ফোনটি। মোবাইল গবেষকদের পরামর্শ মতে একটু দেখে-শুনেই স্মার্টফোন কেনা উচিৎ। না হলে হতেও মডেলটি পছন্দ কিন্তু তার ভেতরের অনেক কিছুই পছন্দ হলনা। আর যদি দেখে শুনেই নেয়া হয় তাহলে কোন সংশয় থাকবেনা।

স্মার্টফোনের বৃহৎ অংশ দখল করে আছে স্যামসাং, আইফোন, সনি ও এইচটিসি। এর পাশাপাশি আরও কিছু ফোন আছে যেগুলো অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারে আছে দামি ফোনগুলোর সাথেই পাওয়া যাচ্ছে ওয়াল্টন, সিম্ফনি, হুয়াই, মাইক্রোম্যাক্সসহ আরও কয়েকটি ফোন।
যে ফোনটাই কিনুন না কেন তার আগে দেখে নিন তার প্রসেসর গতি, র‍্যামেরক্ষমতা, ইন্টারনাল স্টোরেজ, পর্দার মান ও বিক্রয়ত্তর সেবার সময়।
বাজারে এখন সর্বোচ্চ মানের যে ফোন পাওয়া যাচ্ছে সেটিতে থাকছে থ্রিজি-ফোরজি সমর্থক নেটওয়ার্ক, অভঙ্গুর ও দাগ নিরোধক গ্লাস, ১৩মেগা পিক্সেল ক্যামেরা, সামনে থাকছে ৫মেগাপিক্সেল, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজসহ আরও অনেক সুবিধা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন